আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সুদানের রাজধানীতে গোলাগুলি ও ভারী বিস্ফোরণের শব্দ

সুদানের রাজধানীতে গোলাগুলি ও ভারী বিস্ফোরণের শব্দ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৩ , ৪:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  সুদানের রাজধানী খার্তুমে শনিবার ভারী গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনীর মধ্যে কয়েকদিনের উত্তেজনার পর এ ঘটনা ঘটলো। শনিবার সুদানের সেনা সদর দফতর এবং কেন্দ্রীয় খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডুলী বেরিয়েছে এবং রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দক্ষিণ খার্তুমে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর একটি ঘাঁটির কাছে ‘সংঘর্ষ’ এবং বিকট বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের কথা জানিয়েছেন।

আরএসএফ এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার খার্তুমের সোবায় ক্যাম্পে সেনাবাহিনীর একটি বড় ইউনিট প্রবেশ করে এবং সেখানে আধাসামরিক বাহিনীকে অবরুদ্ধ করে ফেলে।’ এতে বলা হয়েছে, সেনা বাহিনী ‘সব ধরনের ভারী এবং হালকা অস্ত্র দিয়ে একটি আকস্মিক আক্রমণ শুরু করেছে।’

তবে সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আধাসামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে। ব্রিগেডিয়ার-জেনারেল নাবিল আবদুল্লাহ বলেছেন, ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা খার্তুম এবং সুদানের আশেপাশে বিভিন্ন সেনা ক্যাম্পে হামলা চালায়। সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব পালন করছে।’