আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সুদানে সংঘাতে নিহত ২০০

সুদানে সংঘাতে নিহত ২০০


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে প্রতিবেদক : সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ে প্রায় ২০০ জন নিহত এবং এক হাজার ৮০০ জন আহত হয়েছে। দেশটির বিভিন্ন শহরে তিন দিন যুদ্ধের পরে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ত্রাণ পাঠানো ব্যাহত হয়েছে। ২০২১ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী দুই জেনারেলের বাহিনীর মধ্যে শনিবার মারাত্মক সহিংসতা শুরু হয়। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি ও  আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে যুদ্ধ নজিরবিহীন এবং দীর্ঘায়িত হতে পারে। আঞ্চলিক এবং বৈশ্বিক যুদ্ধবিরতির আহ্বানের পাশপাশি কূটনীতিকরা একত্রিত হচ্ছেস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার জানিয়েছেন, তিনি দুই জেনারেলের সাথে কথা বলেছেন এবং ‘জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’ রাজধানীর আতঙ্কিত বাসিন্দারা রমজানের শেষ এবং পবিত্রতম দিনগুলোতে তাদের জানালা দিয়ে রাস্তায় একের পর এক ট্যাঙ্ক যেতে দেখেছেন। গোলা আঘাতে বিভিন্ন ভবন কাঁপছে এবং আগুনের ধোঁয়া বাতাসে উড়তে দেখা গেছে। সংঘর্ষে বিমান হামলা, আর্টিলারি এবং ভারী গোলাগুলির ব্যবহার হয়েছে।