আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সুনীল গোমেজের হত্যার বিচার হবে

সুনীল গোমেজের হত্যার বিচার হবে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Birenনাটোর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি বলেছেন, বড়াইগ্রামের সুনীল গোমেজের হত্যার বিচার হবেই হবে। প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই সুনীল গোমেজ হত্যার বিষয়ে নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর সমবেদনা পৌঁছে দিতে আমি নিহত সুনীল গোমেজের পরিবারের কাছে এসেছি। আপনারা কেউ ভয় পাবেন না। এ সরকার আপনাদের সঙ্গে আগেও ছিলো এখনও আছে।

শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ১০টার সময় বনপাড়া খ্রিস্টান পল্লীতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সুনীল গোমেজের বাড়িতে পৌঁছে নিহতের স্ত্রী জসান্তিকা গোমেজ ও মেয়ে স্বপ্না গোমেজসহ পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার শ্যামল মুখার্জি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, বাংলাদেশ খ্রিস্ট্রান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, বড়াইগ্রামের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, স্থানীয় খ্রিস্ট্রান পল্লীর পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু ও খ্রীস্ট্রান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।