আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘সুলতান’ আসছে ৭ জুলাই

‘সুলতান’ আসছে ৭ জুলাই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৯:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


sultanকাগজ অনলাইন ডেস্ক: সালমান খানের ভক্তরা এখন থেকেই দিন গুনতে শুরু করে দিন। কারণ, ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত নতুন ছবি ‘সুলতান’। বিনোদনবিষয়ক পোর্টাল বলিউড লাইফ বলছে এমনটাই। ঈদের মাত্র এক দিন আগেই ঈদের খুশি নিয়ে আসছে ছবিটি।

বলিউড লাইফ বলছে, তাদের সূত্রের খবর যদি সত্য হয়ে থাকে, তবে ঈদের এক দিন আগে ৭ জুলাই বৃহস্পতিবার মুক্তি পাবে ছবিটি। সেই হিসেবে ভারতে তিন দিনের ছুটিতে দারুণ ব্যবসা করার সুযোগ পাবে এ ছবি। আশা করা যাচ্ছে, ‘হাউসফুল ৩’-কেও ছাড়িয়ে প্রথম সপ্তাহেই রেকর্ড গড়বে ছবিটি।
পাকিস্তানের একটি টিকিট বুকিং ওয়েবসাইট (নুপ্লেক্স) থেকে ভারতীয় এ ছবিটির এই মুক্তির দিন সম্পর্কে জানা যায়। সেখানে লেখা ছিল ৭ জুলাই ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে। যেহেতু ভারতের আগে ভারতের কোনো ছবি পাকিস্তানে মুক্তি পায় না, তাই ধরেই নেওয়া যায় ভারত ও পাকিস্তানে একই দিনে মুক্তি পাবে ‘সুলতান’।
নতুন নতুন চরিত্রকে আপন করে নিতে সালমান খানের জুড়ি নেই। ‘সুলতান’-এ সালমান খান যে চরিত্রে অভিনয় করেছেন, আগে কখনো এমন কোনো চরিত্রে তাঁকে দেখা যায়নি। ভারতের হরিয়ানা রাজ্যের একজন কুস্তিগিরের চরিত্রে দেখা যাবে সালমানকে, জানা যাবে সেই খেলোয়াড়ের অলিম্পিক জয়ের গল্প। এই চরিত্রটিকেও আপন করে নিতে অনেক কসরত করতে হয়েছে তাঁকে। ছবিতে আনুশকা শর্মাও এক কুস্তিগির এবং সালমানের ভালোলাগার মানুষের চরিত্রে অভিনয় করবেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। বলিউড লাইফ।