আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১ , ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৭ হাজার ১৯১ পয়েন্ট থেকে।  পৌনে ১২টা পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৭৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৭১ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৪টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১০৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১৯ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে।