আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২২ , ৫:৫৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :   গত দুই কার্যদিবস পতনের পর আজ মঙ্গলবারও বড় পতনে শুরু হয় পুঁজিবাজারের লেনদেন। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পতনেই হচ্ছিল লেনদেন। এরপরেই উত্থানে ফিরে আসে। সূচকের বড় উত্থান হয়েছে শেষ হয়েছে আজকের পুঁজিবাজারের লেনদেন।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩০ দশমিক ০৬ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২০৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩২টির এবং ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সিএসইতে ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।