আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২১ , ৪:২৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  গতকাল বড় পতন হলেও আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ নভেম্বর) ফিরেছে পুঁজিবাজার। এদিন পুঁজিবাজরের সব সূচক বেড়েছে।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৪১.৩৬ পয়েন্টে। ডিএসইতে এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০৯ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, শেয়ার দর কমেছে ২২৭টির এবং ৩১টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর সিএসইতে ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।