আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের পতনে লেনদেন হাজার কোটি টাকার নিচে

সূচকের পতনে লেনদেন হাজার কোটি টাকার নিচে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২২ , ৪:৩৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। সূচকের পতন হলেও লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বড়েছে, সেই সাথে টাকার পরিমাণে লেনদেন কমেছে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭১ পয়েন্ট কমে ৬ হাজার ৯১৭.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩২ কোটি ১১ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার। আজকের লেনদেন ৩৬ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। দর কমেছে ১৫৪টির এবং ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ ২৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে।