আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


jessoreযশোর: যশোরের অভয়নগরে সেপটি ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন আরো একজন।

মঙ্গলবার (০৭ জুন) সন্ধ্যায় উপজেলার বারান্দী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারান্দী গ্রামের রমজান মোল্যা (৪৫) ও তার চাচাতো ভাই হাসান মোল্যা (৪২)। এছাড়াও আহত হন নিহত রমজান মোল্যার স্ত্রী রোজিনা (৩৫)।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সন্ধ্যায় অসাবধানত‍া বসত রমজান মোল্যা বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ সময় তার স্ত্রী রোজিনা তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকে পড়ে যায়। পরে তার চাচাতো ভাই হাসান মোল্যা তাদেরকে উদ্ধার করতে গিয়ে পড়ে যায়।

পরে স্থানীয়রা তিন জনকে ট্যাংক থেকে তুললে রমজান মোল্যাকে মৃত পাওয়া যায়। তবে গুরুতর আহত হাসান মোল্যা ও রোজিনাকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতাল নিয়ে রাতে হাসান মোল্যার মৃত্যু হয়। রোজিনা চিকিৎসাধীন রয়েছেন।