সেপ্টেম্বরে মাঠে ফিরবেন নারী ফুটবলাররা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৫:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই থমকে আছে দেশের ক্রীড়াঙ্গন। মাঠে খেলা নেই। নিরাপদে ঘরেই আছেন বেশিরভাগ ক্রীড়াবিদরা। যদিও এখনো প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। তারপরও কতোদিন আগে থমকে থাকবে জীবনযাত্রা। সব স্বাভাবিক করার চেষ্টা চলছে। এরমধ্যে খবর-সেপ্টেম্বরে মাঠে ফিরতে পারে নারীদের ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইং -এর সভাপতি ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আকতার কিরণ জানালেন- সেপ্টেম্বর থেকে নারীদের ফুটবল শুরু করতে চাইছেন তারা। করোনা ছড়ানোর পর থেকেই বন্ধ ঘরোয়া খেলাধুলা। ১৬ মার্চ থেকে বন্ধ আছে সব ধরণের খেলা। এ অবস্থায় ফুটবল মাঠে ফেরানোর চেষ্টায় আছে বাফুফে। কিরণ জানাচ্ছিলেন, ‘দেখুন, সবকিছু করোনার উপর নির্ভর করছে। করোনা পরিস্থিতি ঠিক হলে সেপ্টেম্বরে লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।’ এবারই প্রথমবারের দেশে বসেছে নারী ফুটবল। করোনার কারণে সেই থমকে আছে। যেখানে অংশ নিচ্ছে মোট ৭টি দল। লিগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, নাসরিন স্পোর্টিং ক্লাব, এফসি উত্তরবঙ্গ, কাচারিপাড়া একাদশ, বেগম আনোয়ারা এসসি, এমকে গ্যালাক্টিকো সিলেট ও কুমিল্লা ইউনাইটেড। বসুন্ধরা কিংস ৫ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এরপরই নাসরিন স্পোর্টিং ক্লাব। তৃতীয়স্থানে এফসি উত্তর বঙ্গ। এরপরই কাচারিপাড়া একাদশ। ৫ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে বেগম আনোয়ারা এসসি।