আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সেরি-এ লিগের বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতলেন রোনালদো

সেরি-এ লিগের বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতলেন রোনালদো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২১ , ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ৩৬ বছর বয়সে সেরি-এ লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসে যোগ দেওয়ার পর টানা দ্বিতীয়বার এ পুরস্কার জিতলেন পর্তুগালের এই সুপারস্টার। খেলোয়াড়, কোচ, রেফারি ও সাংবাদিকদের ভোটে ২০১৯-২০ মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির পাশাপাশি বর্ষসেরা গোলের পুরস্কারও গেছে রোনাল্ডোর ঝুলিতে। করোনা মহামারির কারণে গত মৌসুমের পুরস্কার দেওয়া হলো এত দেরিতে। গত মৌসুমে জুভেন্টাসকে টানা নবম লিগ শিরোপা জেতানোর পথে সেরি-এ লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন রোনালদো।
এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ গোল তার। এই ‘বুড়ো’ বয়সে এমন পারফরম্যান্সের রহস্য নিয়ে রোনালদো বলেন, নিজের প্রতি বিশ্বাস, হাল না ছেড়ে এগিয়ে যাওয়া ও ফুটবলের প্রতি আবেগ- এগুলোই ফুটবল উপভোগ করে যাওয়ার মূলমন্ত্র। লড়াই চালিয়ে যেতে আমি এখনো অনুপ্রেরণা পাই। অন্যথায় ৩৫, ৩৬, ৩৭ বা ৪০ বছর বয়সে এ পর্যায়ে খেলা সম্ভব নয়। ইতালিতে আসার পর টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতে আমি খুবই খুশি।