আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতি হামলায় নিহত ৭

সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতি হামলায় নিহত ৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২১ , ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি চেকপয়েন্টে শনিবার আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন।প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্যস্ত চেক পয়েন্টের কারণে ওই গাড়িবহর যখন থেমে ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭টি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

বার্তা সংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, চেক পয়েন্টের কাছে এক গাড়িচালককে নিরাপত্তা পরীক্ষা করার জন্য থামায় পুলিশ। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে মোগাদিসুর সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।