আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সোমালিয়ায় হোটেলে বোমা হামলা, এমপিসহ নিহত ১৫

সোমালিয়ায় হোটেলে বোমা হামলা, এমপিসহ নিহত ১৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


somaliaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশু শহরে একটি হোটেলে গ‍াড়ি বোমা হামলায় দুই এমপিসহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বুধবার (০১ জুন) মোগাদিশুর হোটেল অ্যাম্বাসেডরে এ বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন সংসদ সদস্য (এমপি) রয়েছেন। তারা হলেন-মোহামুদ মোহামেদ ও আবদুল্লাহি জামাক।

পুলিশ কর্মকর্তা মেজর ইব্রাহিম হাসান জানান, ‘দুই এমপিসহ অনেককেই উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু ও ২০ আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আল শাবাব।