আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সোহরাওয়ার্দীর ৪০ চিকিৎসকসহ ৫৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

সোহরাওয়ার্দীর ৪০ চিকিৎসকসহ ৫৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৩:২০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক, ৭ নার্সসহ ৫৭ স্বাস্থ্যকর্মী। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত ৪৩৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন (প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন)-এর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস্ সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস্ (এফডিএসআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান বলেন, এখন পযন্ত দেশে ৪৩৬ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকা এ পর্যন্ত ৩৩৬ জন আক্রান্ত হয়েছে। এছাড়া বরিশালে ৯ জন, চট্রগ্রাম ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ১৪ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ৪৭ জন ও রাজশাহীতে ১ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।