সৌদিতে সড়ক দুর্ঘটনার পর বাংলাদেশি নিখোঁজ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৯:৩২ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
কাগজ অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদ আল কাছিম মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১২ বিদেশি নাগরিক মারা গেছেন। এতে আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন গাড়িতে থাকা চট্টগ্রামের আনোয়ার হোসেন।
নিখোঁজ আনোয়ারের ভাই জয়নাল আবেদিন জিকো বলেন, সোমবার (৬ জুলাই) ইফতারের আগ মুহূর্তে বাড়িতে ফোন করে জানায় ওমরাহ করতে যাচ্ছি। সঙ্গে আরও পাচঁজন বন্ধু রয়েছে।
তিনি আরও জানান, এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগে মোবাইলে রিং হলেও সকাল থেকে মোবাইল ফোনটিও বন্ধ দেখাচ্ছে।
আনোয়ারের গ্রামের বাড়ি হেদায়াত আলী পাড়া, নাঙ্গলমোড়া, হাটহাজারী, চট্টগ্রাম।
শাহীন চাকলাদার নামের এক বাংলাদেশির অবস্থা আশংকাজনক। তাকে মাজমা জেনারেল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, আমরা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি। এতে দু’জন বাংলাদেশিকে আহত পাওয়া গেছে। অপর এক হাসপাতালে সাতজনের মরদেহ পাওয়া গেছে। তবে এতোটাই পুড়ে গেছে যে তারা কোন দেশের নাগরিক সেটা শনাক্ত করা যায়নি।
জানা যায়, সোমবার ইফতারের আগে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়িতে আগুন ধরে যায়। তখন এ হতাহতের ঘটনা ঘটে।
রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বান্দর আহতদের সাহায্যের জন্য সংশ্লিষ্ট বিভাগে নির্দেশ দিয়েছেন। গভর্নর স্বয়ং আহতদের উদ্ধার কাজ তদারকি করেন। স্বাস্থ্য অধিদপ্তর রিয়াদের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে।