আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা সৌদি সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২২ , ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


ময়মনসিংহ প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. সুমন মিয়া (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে মক্কা নূর হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এর আগে ২৪ মার্চ সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের মো. ফজলুল হকের ছেলে। সুমনের দুই ছেলে এক মেয়ে রয়েছে। নিহতের বড় ভাই হাজী মো. মজনু মিয়া জানান, চার বছর আগে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে যায় সুমন। তার মক্কা নগরীতে ওয়ার্লিংয়ের দোকান রয়েছে। গত ২৪ মার্চ সৌদি আরবের সময় সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে পারাপারের সময় প্রাইভেটকারচাপায় আহত হন তিনি। স্থানীয় মক্কা নূর হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।