আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সৌম্য বাদ, একাদশে তিন পেসার

সৌম্য বাদ, একাদশে তিন পেসার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২১ , ১:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ম্যাচের আগে করোনাভাইরাস বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি করে। শ্রীলঙ্কা দলের এক সদস্যের টেস্টের ফল পেজেটিভ আসলেও পূর্ব নিধারিত সময়েই টস হয়। যেখানে টস ভাগ্য কথা বলে অধিনায়ক তামিম ইকবালের হয়ে। টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। তবে একাদশে আছেন মোহাম্মদ মিঠুন। মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেনকে পেছনে ফেলে প্রথম সুযোগটা পেলেন আফিফ হোসেন। দুই সিরিজ বিশ্রাম শেষে দলে ফিরেছেন সাকিব।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।