আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন স্তন প্রতিস্থাপন করতে বলা হয়েছিল অষ্টাদশী দীপিকাকে

স্তন প্রতিস্থাপন করতে বলা হয়েছিল অষ্টাদশী দীপিকাকে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২২ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  পর্দায় অভিনয় করতে হলে সুন্দর মুখ, সুগঠিত শরীরের প্রয়োজন বলে মনে করে সমাজের এক অংশ। এই মানসিকতার বশবর্তী হয়ে একাধিক নায়িকা নিজেদের শরীরে অস্ত্রোপচার করেছেন। কারও ঠোঁট বদলেছে, কারও নাক। তাদের মতো অভিনয় জগতে পা দেয়ার শুরুতেই অস্ত্রোপচারের পরামর্শ পেয়েছিলে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। গেহরাইয়াঁ’ ছবির প্রচারে একটি সাক্ষাৎকার দেয়ার সময় নিজের অভিজ্ঞতার কথা জানান দীপিকা। অভিনয় পেশায় পা দেয়ার পরে নানা জনের নানা মত শুনতে হয়েছে তাকে। ব্যাডমিন্টন খেলোয়াড় মডেলিং জীবনে পা দেয়ার পরে একজন তাকে স্তন প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন। দীপিকা তখন অষ্টাদশী।

ওইসময় কি করেছিলেন দীপিকা? এ বিষয়ে তিনি বলেন, ভাগ্যিস মাথায় বুদ্ধি ছিল, তাই তার কথাটায় পাত্তা দিইনি। একইসঙ্গে দীপিকার মনে পড়ে, খারাপ পরামর্শের পাশাপাশি ভালো পরামর্শও পেয়েছেন তিনি। তার অভিনয় জীবনে শাহরুখ খান বড় ভূমিকা পালন করেছেন। শাহরুখের কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানালেন পর্দার ‘পদ্মাবতী’। তাই কোন পরামর্শকে গুরুত্ব দেবেন, আর কোনটিকে দেবেন না, তা বুঝতে এখন তার সময় লাগে না।