আজকের দিন তারিখ ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন স্বাধীনতার বিশেষ আয়োজন, এক গানে ৫০ শিল্পী

স্বাধীনতার বিশেষ আয়োজন, এক গানে ৫০ শিল্পী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২২ , ২:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানটি প্রকাশ করা হয়েছে নতুন আঙ্গিকে। আর এতে কণ্ঠ দিয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় ৫০ জন শিল্পী। কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ফারজানা মুন্নীর প্রযোজনা ও নির্দেশনায় এতে অংশ নিয়েছেন- সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, ফাহমিদা নবী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান, অদিতি মহসিন, অনিমা রায়, আঁখি আলমগীর, দিলশাদ নাহার কনা, রুমানা ইসলাম, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, মেহরিন, এলিটা, ঐশি, অদিতি রহমান দোলা, তাসনিম আনিকা, নাদিয়া ডোরা, তাশফি, সুনিধি নায়েক, সিঁথি সাহা, কর্ণিয়া, আর্নিক, জুলি, স্বায়ান্তনী ত্বিষা।

আরও আছেন সৈয়দ আব্দুল হাদী, প্রয়াত ফকির আলমগীর, রফিকুল আলম, মাহমুদ সেলিম, সুজিত মোস্তফা, হামিন আহমেদ, মাকসুদুল হক, এস আই টুটুল, হাসান, বালাম, মিজান রহমান, রবি চৌধুরী, মিলন মাহমুদ, অর্ণব, অদিত রহমান, আরফিন রুমি, রাফা, পারভেজ সাজ্জাদ, অটমনাল মুন, সাব্বির জামান, শামিম হাসান, মুত্তাকি হাসিব, তৌফিক আহমেদ প্রিয়, মোহাম্মদ আবদুল্লাহ এবং তাপস।

টি এম রেকর্ডসের প্রযোজনায় গানটির ভিডিও তৈরি করা হয় গত বছর। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’র পৃষ্ঠপোষকতায় আছে ওয়ালটন।