আজকের দিন তারিখ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে ৮ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে ৮ জনকে জরিমানা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২০ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


পঞ্চগড় (তেঁতুলিয়া) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট ব্যক্তিকে মোট দুই হাজার ২৫০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি না মেনে প্রকাশ্যে মাস্ক বিহীন ঘুরাঘুরি ও প্রশাসনের আদেশ অমান্য করার অপরাধে ৮ ব্যক্তিকে মোট দুই হাজার ২৫০ টাকা জরিমানা করা হয় এবং তাদের সচেতন করে মাস্ক  দেয়া হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজনকে জরিমানা ও তাদের মাস্ক দেয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।