আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২০ , ৭:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় সাহেদ মিয়া (১২) মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে । সে ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। এলাকাবাসী সুত্রে জানা যায়, স্কুল ছাত্র সাহেদ মিয়া সকালে দোকানে যাচ্ছিল প্রয়োজনীয় কিছু কেনা কাটার জন্য। এ সময় সিলেটগামী একটি ডিম বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যাবার সময় ৩ কিলোমিটার দুরে বাখরনগর এলাকায় গিয়ে উল্টে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।