আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হরিণাকুন্ডুতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি নেতা গ্রেফতার

হরিণাকুন্ডুতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি নেতা গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৪:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest1 - Copyঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় অস্ত্র ও গুলিসহ আইনাল মন্ডল ওরফে কোরবান নামে এক চরমপন্থি এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০৬ জুন) ভোরে উপজেলার বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রমজান আলী জানান, আটকের পর কোরবানের কাছ থেকে একটি দেশি ও একটি বিদেশি বন্দুক, দুইটি ম্যাগজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

কোরবানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যাসহ আটটি মামলা রয়েছে বলে জানান তিনি।