আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা হলি ফ্যামিলি হাসপাতালে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

হলি ফ্যামিলি হাসপাতালে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৯:১২ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনাভাইরাস এ আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে (বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতাল) ২৫ শয্যা বিশিষ্ট নতুন আইসোলেশন ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় ২৫ শয্যা বিশিষ্ট এই আইসোলেশন ওয়ার্ডটি প্রস্তুত করা হয় বলে সোসাইটির স্বাস্থ্য বিভাগ জানায়। অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই আইসোলেশন ওয়ার্ডটি ব্যবহার হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগ জানায়, এই আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপশম নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের নিবিড় পর্যবেক্ষনেও রাখা হবে। এই ওয়ার্ডে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। এছাড়াও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য মনস্তত্ত্ববিদ, মনো-সামাজিক পরামর্শদাতা, সমাজকর্মী ও মনোরোগ বিশেয়জ্ঞ দ্বারা মানসিক স্বাস্থ্য এবং মনো-সামাজিক স্বাস্থ্য সেবার বিশেষ ব্যবস্থা থাকবে, যার ফলে রোগী ও তার পরিবার উভয়ই উপকৃত হবেন। বুধবার সকাল সাড়ে ১০টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যাধুনিক এই ২৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্‌ উদ্দিন, পরিচালক স্বাস্থ্য, ডা. শাহানা জাফর, ড্যানিশ রেড ক্রস কান্ট্রি ম্যানেজার ইমিলিনি মে মায়ে ম্যাংবাং ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. হারুনুর রশীদ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ মোরশেদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম ও হাসপাতালের বিভিন্ন চিকিৎসক ও কর্মকর্তাগণ। প্রধান অতিথি প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি বলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সর্বদাই সুনামের সাথে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। কোভিড-১৯ হাসপাতাল হিসেবে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাকরি। কারণ, রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় কাজ করে। তিনি, চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, সরকারি বিধি মেনেই কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত্ম অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। তারা যেন চিকিৎসাসেবা থেকে কোনক্রমেই বঞ্চিত না হয়।