হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২০ , ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আবদুল মমিন (৮০) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দিনগত রাত ২টায় তিনি মারা যান। আবদুল মমিনের বাড়ি ৫নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামে। এ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩২ জন। ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা হাছান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, জ্বর-সর্দি নিয়ে কয়েক দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবদুল মমিন। সেখান থেকে বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে রাত ২টায় তিনি মারা যান। শুক্রবার সকালে উপজেলা দাফনকারী দলের সদস্যরা আবদুল মমিনের লাশ দাফনে অংশ নেন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহমেদ চিশতি জানান, দাফনের আগে তার করোনাভাইরাসের নমুনা নেয়া হয়েছে।