আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হাতীবান্ধায় ট্রাক খাদে পড়ে নিহত ২

হাতীবান্ধায় ট্রাক খাদে পড়ে নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Lalmonirhatলালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলগেট এলাকায় একটি ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালকের সহকারী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার কৃত্রিম চন্দ্রর ছেলে প্রদীপ চন্দ্র (২৫) ও একই এলাকার জয়চাঁনের ছেলে স্বদীপ চন্দ্র (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বড়খাতা রেলগেট এলাকায় পাটগ্রামগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক খাদে পড়ে যায়।
এতে চালকের সহকারী প্রদীপ চন্দ্র ও স্বদীপ চন্দ্র ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, এ ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানানা, খবর পেয়ে পুলিশ গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।