আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২১ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


হিলি (দিনাজপুর) সংবাদদাতা : ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতে আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। এর ফলে ভারতের ব্যবসায়ীরা মঙ্গলবার হিলি স্থলবন্দরের মাধ্যমে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যার কারণে সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে বন্দরের বাংলাদেশ অংশের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। বুধবার থেকে যথারীতি এই বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।