হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২১ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : আজ শনিবার (৩০ জানুয়ারি) দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, তৃতীয় ধাপে আজ হাকিমপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে হিলি স্থলবন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে আগামীকাল রবিবার থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।