আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস হৃদয়ের ঝড়ে সাকিবদের হার, শীর্ষে জাফনা

হৃদয়ের ঝড়ে সাকিবদের হার, শীর্ষে জাফনা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২৩ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। জাতীয় দলের সতীর্থ সাকিব হাসানের দল গল টাইটান্সকে ৮ উইকেটে হারায় তার দল জাফনা কিংস। দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন হৃদয়।
জাফনার বিপক্ষে গল আগে ব্যাটিংয়ে নামে। আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্ট এবার মাত্র ১৮ রান করে থামেন। ১১তম ওভারে তিনি আউট হলে ক্রিজে পা রাখেন সাকিব। কিন্তু ৯ বল খেলে ৬ রানে দুনিথ ভেল্লালাগের শিকার হন সাকিব। জাফনার স্পিনার টানা চার ওভারে ৪ ব্যাটারকে ফিরিয়ে গলকে চেপে ধরেন।
৮৯ রানে ৬ উইকেট হারানোর পর দাসুন শানাকার ব্যাটে আশা দেখে গল। ২৪ বলে দুই চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান তিনি। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার। শেষ ওভারে পড়ে আরেকটি উইকেট। শানাকা ও সেইফার্ট ছাড়া শেভন ড্যানিয়েল (২৫) ও লাসিথ ক্রুসপুরে (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন। ১১৮ রানের লক্ষ্যে ১৭ রানেই সাকিবের বলে ভাঙে জাফনার উদ্বোধনী জুটি। এরপর ক্রিজে নামেন তাওহিদ হৃদয়। রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে সহজ জয়ের ভিত গড়েন বাংলাদেশি ব্যাটার। পঞ্চম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছয় মারেন। পরের বলেও চার মারেন। ১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে ৩৭ বলে এলপিএলে নিজের পঞ্চম ফিফটি মারেন গুরবাজ। ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৫৪ রান করেন আফগানিস্তান ব্যাটার। ১২.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান করে জাফনা।
৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাফনার ভেল্লালাগে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো জাফনা। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে দ্বিতীয় স্থানে নেমে গেছে গল।