আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি অবৈধ: আবদুল হামিদ মধুপুরী

হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি অবৈধ: আবদুল হামিদ মধুপুরী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি বৈধ না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাবেক যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ। গত ২৮ মে এক চিঠিতে এ ঘোষণা দেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেন, হেফাজত ইসলামের নতুন কমিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং নতুন এ কমিটির প্রতি তার কোনো সমর্থনও নেই। এই কমিটি বৈধ না বলে মনে করেন তিনি। সেই সঙ্গে শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী (রহ.) এর নীতি এবং অর্দশের উপর তিনি সবসময় অবিচল ছিলেন এবং থাকবেন।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগম উপলক্ষে হেফাজতের তাণ্ডবে মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুরে অপ্রত্যাশিত ঘটনাবলির জন্য দুঃখ প্রকাশ করে তিনি। সে সময় সেখানকার মেজর জেনারেল আবুল কালম হুমায়নের মায়ের আহত হওয়ার খবর তাকে ব্যথিত করে বলেও জানান তিনি। মেজর জেনারেলের বাড়িঘর সহ অন্যান্য বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনায় নিন্দাও প্রতিবাদ জানান তিনি।