আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল হেয়ার প্যাক বানিয়ে দেখালেন প্রিয়াঙ্কা

হেয়ার প্যাক বানিয়ে দেখালেন প্রিয়াঙ্কা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আছেন লস অ্যাঞ্জেলসে। ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে তিনি শেয়ার করেছেন তার রূপচর্চার বিভিন্ন টিপস। চুল ঝলমলে করতে একটি হেয়ার প্যাক বানিয়ে দেখিয়েছেন নিজেই।
একটি ডিম ফেটিয়ে ১ চা চামচ মধু ও টক দই মিশিয়েছেন। এই হেয়ার প্যাকটি আধা ঘণ্টা চুলে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রিয়াঙ্কা জানান, এই হেয়ার প্যাকটির ব্যবহার শিখেছেন মায়ের কাছ থেকে। মা আবার শিখেছেন তার মায়ের কাছ থেকে।
ডিমে রয়েছে প্রোটিন, ফলেট, ভিটামিন ও বায়োটিন। এসব উপাদান চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে ত্বক পরিষ্কার রাখে। মধুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলে ভেঙে যাওয়া রোধ করে।