আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ ১০০ সন্তানের বাবা হতে স্ত্রী খুঁজছেন খিলজি

১০০ সন্তানের বাবা হতে স্ত্রী খুঁজছেন খিলজি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


imagঅনলাইন ডেস্ক: পাকিস্তানের নাগরিক সর্দার জান মোহাম্মদ খিলজি, বয়স ৪৬। ৩ স্ত্রীর দৌলতে এখন তিনি ৩৫ সন্তানের বাবা।

তবে এখানেই থেমে থাকতে চান না সর্দার জান মোহাম্মদ খিলজি। ১০০ সন্তানের পিতা হতে চান তিনি। তাই এবার খোঁজ করছেন চতুর্থ স্ত্রীর।

তবে খিলজির এই ইচ্ছা পূরণে বাঁধ সেধেছেন মানবাধিকার কর্মীরা। বহুবিবাহ নিয়ে সর্দার জান মোহাম্মদ খিলজির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন সমাজকর্মী রাফিয়া জাকারিয়া।

মহাভারতের ধৃতরাষ্ট্রের কথা মনে আছে নিশ্চয়ই। পৌরাণিক মহিমায় ১০০ পুত্র সন্তানের বাবা কেবল তিনিই। তার প্রতিযোগী কেউ ছিলেন না।

ধৃতরাষ্ট্রকে না ভুললে গান্ধারীর কথাও মনে থাকার কথা। ১০০ পুত্র সন্তানের বাবা যেমন ধৃতরাষ্ট্র, সেই শ’সন্তানের গর্ভধারিণী মা হলেন গান্ধারী। কিন্তু এক্ষেত্রে গান্ধারী হতে পারেননি কেউই।