আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ১০ বছরের একটি ছেলেও রয়েছে যশের

১০ বছরের একটি ছেলেও রয়েছে যশের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে যশ দাসগুপ্তের স্ত্রী ছিলেন সংবাদকর্মী শ্বেতা সিংহ কালহানস। তাদের ডিভোর্স হয়েছেন অনেক আগেই। বিষয়টি অনেকেরই অজানা। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ ও ছেলে প্রসঙ্গে কথা বলেন প্রাক্তন স্ত্রী শ্বেতা। বর্তমানে তিনি থাকেন মুম্বাইয়ে, সেখানেই করেন চাকরি। তিনি বলেন, ‘নিজের মতোই আছি। সংবাদমাধ্যমে কাজ করছি। বহু বছর আগে যশের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে হয়েছিল মুম্বাইতে। আমাদের একটি ১০ বছরের ছেলেও রয়েছে। ’

যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নুসরাতকে দেখেছি। কিন্তু চিনি না। তাই কিছু বলতে চাই না। ’ তবে ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে যশের প্রতি কোনো অনুভূতি নেই জানিয়েছে তিনি বলেন, ‘যশ যে দিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সেদিন থেকেই ওর জন্য আমার ভালোবাসা উধাও হয়ে গিয়েছে। ’

গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। তার ছেলের বাবা কে, এই প্রশ্নের উত্তর না দিয়ে বারবারই পাশ কাটিয়েছেন তিনি। যদিও গুঞ্জন রয়েছে, নুসরাতের সন্তানের বাবা নাকি যশই! ২০১৭ সালে এই যুগলের প্রথম ছবি— ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তারপর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’-র শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে যশ এবং নুসরাতের।