১৩ জুন শুরু হচ্ছে ইতালিয়ান লিগ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে কয়েক দফা দিনক্ষণ ঠিক করেও শেষ পর্যন্ত সরে এসেছে সিরি’এ কর্তৃপক্ষ। শেষমেশ গত বুধবার ভিডিওকলে লিগের ২০টি ক্লাব একমত হয় যে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ জুন শুরু করা যাবে সিরি’এ লিগ। আর এই ফেরার সময় নিয়ে ইতালি সরকারেরও ইতিবাচক সাড়া রয়েছে। এদিকে দলগুলোও পুরোদমে ট্রেনিং শুরুর কথা ভাবছে। যদিও ইতোমধ্যে ব্যক্তিগতভাবে অনুশীলন চলছে। এটির পরের ধাপে এগোতে চায় ক্লাবগুলো। তবে লিগ শুরু হলেও সরকারি প্রটোকল মেনেই সব করা হবে। করোনার ঝুঁকি এড়ানোর কার্যকর দিকগুলোও মেনে চলা হবে। যেমনটা সিরি’এ লিগের বিবৃতিতেও বলা হয়েছে, ‘১৩ জুন সামনে রেখে আমরা এগোচ্ছি। সব ধরনের প্রটোকল মেনেই লিগ শুরু হবে। অবশ্যই এই পরিস্থিতিতে আগে গুরুত্ব দিতে হবে।’ লিগ শুরু হওয়া মানে স্বস্তি। অন্তত টেবিলের শীর্ষ দল জুভেন্তাসের জন্য। এরই মধ্যে তাদের পুরো স্কোয়াড ইতালিতে হাজির হয়েছে। নিজ দেশে থাকা খেলোয়াড়রাও অনুশীলন শুরু করেছেন। কেননা এবার শিরোপা জিতলে আরেকটা নয়া রেকর্ড গড়বে জুভরা। তা ছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সিরি’এ লিগ শুরু হলে বাকিরাও প্রেরণা পাবে।