আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ১৩ জুলাই খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক র্নিবাচন

১৩ জুলাই খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক র্নিবাচন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৪ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


খুলনা ব্যুারো : আগামী ১৩ জুলাই খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক র্নিবাচন। এ নির্বাচন প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। বস্তুনিষ্ট টেলিভিশন সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকতার ঐতিহ্য এবং ভাবমূর্তি সুরক্ষার ঐক্যবদ্ধতার প্রত্যয়ে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) আহবায়ক কমিটি গঠিত র্নিবাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৮ জুন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেটিআরইউর ৯টি পদে র্নিবাচনের জণ্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী কেটিআরইউ’র নির্বানের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩ জুলাই, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি ৪ জুলাই। ৪ জুলাই সন্ধ্যায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ জুলাই মনোনয়নপত্র বিলি মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই। ৬জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। ৭ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১৩ জুলাই ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২০২২ সালে অনুষ্ঠিত কেটিআরইউ র্নিবাচনে বিজয়ী পরিষদ সঠিক সময়ে সংগঠনের র্নিবাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ায় সাবেক সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগকে আহবায়ক ও বাবুল আকতারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।