আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ১৫০ পাত্রীর বিয়ের প্রস্তাব নাকচ: সেই ডিজাইনারের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

১৫০ পাত্রীর বিয়ের প্রস্তাব নাকচ: সেই ডিজাইনারের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২৩ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শো ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’। এ শোয়ের সুবাদে চর্চায় উঠে এসেছিলেন প্রদ্যুমান মালু। ২০২২ সালে মডেল-অভিনেত্রী অসীমা চৌহানকে বিয়ে করেন ৩৩ বছর বয়সী এই জুয়েলারি ডিজাইনার। লাইফ পার্টনারের বিষয়ে প্রদ্যুমান ভীষণ খুঁতখুঁতে। আর এ দৃশ্য নেটফ্লিক্সের পর্দায় দেখেছেন গোটা বিশ্ব। কারণ জীবনসঙ্গী হিসেবে ১৫০ জন পাত্রীর প্রস্তাব নাকচ করেছিলেন তিনি। কিন্তু তারপরও নিজের জন্য সঠিক নারী খুঁজে পাননি মালু।

১৫০ জন পাত্রীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে শোয়ের বাইরে আসীমা চৌহানের সঙ্গে আলাপ হয় প্রদ্যুমানের। এরপর সাতপাকে বাঁধা পড়েন তারা। ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’-এর দ্বিতীয় সিজনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন প্রদ্যুমান-অসীমা। কিন্তু অসীমাকে মারধরের অভিযোগ উঠেছে প্রদ্যুমানের বিরুদ্ধে।

হিন্দুস্তান টাইমসকে আসীমার আইনজীবী আনমোল বারটারিয়া বলেন— ‘প্রদ্যুমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসীমাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এ মামলা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। আইনি প্রক্রিয়ায় স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আসীমা।’

২০২২ সালের সেপ্টেম্বরে প্রদ্যুমানের বাড়ি থেকে চলে যান অসীমা। বর্তমানে ব্যাঙ্গালুরুতে বসবাস করছেন তিনি। এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মুখপাত্র হিসেবে আনমোল বারটারিয়া কাজ করছেন বলে ইন্ডিয়া টুডে-কে জানান এই আইনজীবী।