আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ১৬১ দেশে বাংলাদেশি কর্মী যাচ্ছে : প্রবাসী কল্যাণমন্ত্রী

১৬১ দেশে বাংলাদেশি কর্মী যাচ্ছে : প্রবাসী কল্যাণমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


sangshadকাগজ অনলাইন প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করেছেন সরকার। এ খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর জোর দেয়া হচ্ছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশি কর্মী গমনকারী দেশের সংখ্যা ১৬১টিতে উন্নীত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বেগম পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এমব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৪ সালের জুলাই হতে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত ৪ লাখ ৬১ হাজার ৯৪৬ জন বাংলাদেশি কর্মী বিএমইটি’র মাধ্যমে বিদেশে গেছেন। বর্তমান সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পাদন করা হচ্ছে। ফলে প্রতিবছর বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, বিগত জোট সরকারের আমলে বিশ্বের ৯৭টি দেশে কর্মী প্রেরণ করা হতো। আর বর্তমান সরকারের আমলে নতুন আরো ৬৪টি দেশে কর্মী প্রেরণ করায় বর্তমান এই সংখ্যা ১৬১টিতে উন্নীত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মর্সস্থান মন্ত্রী বলেন, নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বিদ্যমান শ্রম উইং এর সংখ্যা ১৬ থেকে ২৮ এ উন্নীত করা হয়েছে। এছাড়া শ্রম বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র শ্রম বাজার গবেষণা সেল প্রতিষ্ঠা করা হয়েছে।

এ সেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের কর্মীর চাহিদা বিশ্লেষণ ও নতুন শ্রম বাজার সম্প্রসারণের কাজ চলছে বলেও জানান তিনি।