আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ২০০ রান মাথায় ছিল না বলেই এমন হার বাংলাদেশের

২০০ রান মাথায় ছিল না বলেই এমন হার বাংলাদেশের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ , ৪:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের প্রথম ম্যাচে অবশ্য এসসিজির গ্যালারির বেশির ভাগটা লাল-সবুজেই আচ্ছাদিত হয়ে থাকল। দক্ষিণ আফ্রিকার খুব বেশি দর্শক ছিল না, ভারতীয় সমর্থকেরাও সবাই এসে তখনো পৌঁছাননি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আগের দিন যে রকম আশা করেছিলেন, গ্যালারিতে ঠিক তত বেশি বাংলাদেশি দর্শক অবশ্য ছিল না। তা–ও যাঁরা ছিলেন, অস্ট্রেলিয়াপ্রবাসী সেই বাংলাদেশিদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকার আর হাততালি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি টনিক হওয়ার কথা খেলোয়াড়দের জন্য। কিন্তু হলো কি?

বাংলাদেশের বোলিং পর্বে তো হাইলাইটস বলতে পুরোটাই রুশোর ৫৬ বলে ১০৯ রানের মারকাটারি ইনিংস। হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগ পাননি। কিন্তু এ মাসের শুরুতেই খেলা তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে ইন্দোরে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। সেই অর্থে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর দুই ইনিংসেই সেঞ্চরি পেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান।