আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২২ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


দিনের শেষে প্রতিবেদক : আরও একটি বিশ্ব আসর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের নাম। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। সংস্থাটির সর্বশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও হয়েছিল বাংলাদেশে। এবারও বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। এছাড়া ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর ইংল্যান্ড আয়োজন করবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ২০২৭ সালে আইসিসি নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের ক্রিকেটের পরিসর যখন বৃদ্ধি পাচ্ছে তখন প্রধান টুর্নামেন্টগুলোর একটি আয়োজনের এই সুযোগ দেওয়ায় আমি বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। ’