আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ২০২৪ টি-২০ বিশ্বকাপের স্বত্ব হারাচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৪ টি-২০ বিশ্বকাপের স্বত্ব হারাচ্ছে যুক্তরাষ্ট্র


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : প্রথমবার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ক্রিকেটের উঠতি দেশ যুক্তরাষ্ট্র। আইসিসি মনে করছিল, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের স্বত্ব তাই যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে। কিন্তু আইসিসি ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আগামী টি-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাতে পারে। কারণ টি-২০ বিশ্বকাপের মাত্র এক বছর বাকি আছে। যুক্তরাষ্ট্র আইসিসি’র প্রত্যাশা মতো ক্রিকেট অবকাঠামো উন্নয়ন করতে পারেনি।
টি-২০ বিশ্বকাপের আগামী আসরটি তাই ইংল্যান্ডে সরিয়ে আনা হতে পারে। যৌথভাবে ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে পারে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
আইসিসির ঘোষিত ২০২১ সালের এফটিপি অনুযায়ী, ২০২৪ বিশ্বকাপ দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। ২০৩০ টি-২০ বিশ্বকাপের স্বত্ব পেয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী আসর ইংল্যান্ডে হলে ২০৩০ আসর দেওয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে।
আইসিসি মনে করছে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ক্রিকেটের মেগা আসর আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে পারবে। নিউজ এইটটিন নেক্সটকে সূত্র বলেছে, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট অবকাঠামো আশা দেওয়ার মতো নয়। আইসিসি সেজন্য ২০২৪ ও ২০৩০ বিশ্বকাপ অদলবদল করতে পারে।’
যুক্তরাষ্ট্রের সাবেক একজন ক্রিকেট প্রশাসকও মনে করছেন, দেশটির ক্রিকেট অবকাঠামো এখন যে পর্যায়ে আছে তাতে বিশ্বকাপের স্বত্ব তাদের হাতে থাকলে আসরটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্রিকেট অবকাঠামো এখনও আশা দেওয়ার পর্যায়ে আসেনি। ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার জন্য এখনও কোন ভেন্যুই তারা প্রস্তুত করতে পারেনি।