আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২৬২ বাংলাদেশি ফিরলেন সিঙ্গাপুর থেকে, ফ্রান্সে গেলেন ২৪৬ জন

২৬২ বাংলাদেশি ফিরলেন সিঙ্গাপুর থেকে, ফ্রান্সে গেলেন ২৪৬ জন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ৫:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : কোভিড-১৯ পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকেপড়া ২৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে করে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা দেশে আসেন। এ ছাড়া ২৪৬ প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের প্যারিসে গেছেন একটি বিশেষ ফ্লাইটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরফেরত বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কোভিড–১৯ নেগেটিভ সনদ থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে এবং সনদ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে বুধবার বেলা ১১টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইটে ২৪৬ প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের প্যারিসে গেছেন।