আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৩২ বছরেই অবসরে হ্যাজার্ড

৩২ বছরেই অবসরে হ্যাজার্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৩ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : লিলে, চেলসি ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড মাত্র ৩২ বছরেই অবসর ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ইনস্টাগ্রামে তিনি এই সিদ্ধান্ত জানান। অবসরের বিষয়ে হ্যাজার্ড লিখেন, ‘আপনার নিজের মনের কথা শোনা উচিত। এবং সঠিক সময়ে থামা উচিত। ১৬ বছর এবং ৭০০ ম্যাচ খেলার পর আমি একজন পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার স্বপ্নকে ছুঁতে পেরেছিলাম। বিশ্বব্যাপী বিভিন্ন মাঠে আনন্দের সঙ্গে খেলেছি। আমার ক্যারিয়ারে আমি অত্যন্ত ভাগ্যবান ছিলাম। কারণ, আমি বড় বড় ম্যানেজারদের পেয়েছিলাম, কোচদের পেয়েছিলাম এবং সতীর্থদের পেয়েছিলাম। আমাকে দারুণ একটি ক্যারিয়ার ও সময় উপহার দেওয়ায় তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে খুব মিস করবো।’

তিনি আরও লিখেন, ‘আমি আরও ধন্যবাদ জানাতে চাই সেসব ক্লাবকে যাদের হয়ে আমি খেলেছি- লিলে, চেলসি ও রিয়াল মাদ্রিদকে। এবং ধন্যবাদ জানাতে চাই রয়্যাল বেলজিয়াম ফুটবল ফেডারেশনকে আমাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার জন্য।’