আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ৩ বিমানবন্দরে করোনা টেস্ট শুরুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ বিমানবন্দরে করোনা টেস্ট শুরুর নির্দেশনা প্রধানমন্ত্রীর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ , ১:২৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : দেশের তিন বিমানবন্দরেই কোভিড টেস্ট শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রীপরিষদের সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, দেশের তিন বিমানবন্দরেই বিদেশগামীদের জন্য পিসিআর টেস্টের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে চার থেকে ছয় ঘণ্টার মধ্যেই করোনা টেস্টের রিপোর্ট পাওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।