আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৪৫ দিন পর শুটিংয়ে শাকিব খান

৪৫ দিন পর শুটিংয়ে শাকিব খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২১ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : গেল মে মাসের শেষের দিকে অর্থাৎ ২৫ মে শুরু হয়েছিলো শাকিব খানের নতুন সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ এর শুটিং। সে সময় প্রথম লটে অংশ নেন দেশের শীর্ষ নায়ক। এরপর শাকিব খান সর্বশেষ অংশ নিয়েছিলেন এ বছরের ২৬ জুন। পরে জুলাই মাসে বিধিনিষেধের ঘোষণায় সব পরিকল্পনা পাল্টে যায়। বন্ধ হয় শুটিং। শুটিংয়ে অংশ নেয়ার ৪৫ দিন পার হলে গেছে এর মধ্যে। ৪৬ দিনের মাথায় আজ থেকে এফডিসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আজ থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব। শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক তপু খান।

পরিচালক বলেন, ‘প্রথম চার দিন দৃশ্যের কাজ হবে। এরপর দুটি গানের শুটিং করব। এক-দুই দিন বিরতি দিয়ে রোমান্টিক গান দুটির শুটিং হবে। আমরা অবশিষ্ট শুটিং এই  মাসের মধ্যেই শেষ করতে চাই।’

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে পুরো শুটিং শেষ করার পরিকল্পনা চূড়ান্ত করেছি। প্রেক্ষাগৃহ খুললেই আমরা ছবিটি মুক্তি দিতে চাই। প্রেক্ষাগৃহ বাঁচাতে, চাঙা করতে ভালো সিনেমাও তো দরকার। তাছাড়া অনেক দিন তো দেশের সিনেমাপ্রেমীরা ভালো চলচ্চিত্র দেখতে পারছেন না। শাকিব খান, বুবলী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসের প্রমুখ।