আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ৪৫ হাজার রুশ সেনা বলি দিতে প্রস্তুত পুতিন

৪৫ হাজার রুশ সেনা বলি দিতে প্রস্তুত পুতিন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ৪৫ হাজার রুশ সেনাকে বলি দিতেওপ্রস্তুত পুতিন বলে দাবি করেছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের এক সদস্য। ইউক্রেনে শুরু হয়েছে রাশিয়ান সেনার আগ্রাসন। এই আগ্রাসন শুরুর আগে ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ রুশ সেনা মোতায়েনের পরই ইউক্রেনে জারি করা হয়েছিলো জরুরী অবস্থা। ইউক্রেনের নিরাপত্তা পরিষদ দাবি করেছিলো, শুধু সেনা নয়, তার সাথে সীমান্তে ৪৫ হাজার ‘বডি ব্যাগ’ জড়ো করেছে রাশিয়া।

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের ভাষ্যমতে, মৃতদেহ স্থানান্তরিত করার জন্য এই ধরনের প্লাস্টিকের ‘বডি ব্যাগ’ ব্যবহার করা হয়। নিরাপত্তা পরিষদের এক সদস্য জানান, তাদের প্রাপ্ত তথ্যমতে ৪৫ হাজার ব্যাগ সীমান্তে এনে রেখেছে রুশ সেনা। ৪৫ হাজার রুশ সেনাকে বলি দিতেও প্রস্তুত রয়েছেন পুতিন বলে দাবি করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আগেই জানিয়েছিলেন, ইউক্রেন সীমান্তে বিপুল পরিমাণ রক্ত মজুত করতে শুরু করেছে রুশ সেনাবাহিনী।

এই পরিস্থিতির ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন। পুতিনের ঘোষনার পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আরও কয়েকটি অঞ্চলে হামলা চালানোর খবর পাওয়া যায়। এই হামলার দায়ও স্বীকার করে নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ান হামলার প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশজুড়ে সামরিক শাসন জারি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোনালাপে ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।