৪৮ ঘণ্টা পরই শীর্ষস্থান হারাল পাকিস্তান
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৩ , ১২:০২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের টানা চার ম্যাচে জয় পায় পাকিস্তান। আর এতেই শুক্রবার (৫ মে) প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে তারা। তবে মাত্র দু’দিন টিকলো পাকিস্তানের রাজত্ব। রোববার (৭ মে) সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছে পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ওপেনার উইল ইয়ংয়ের ৮৭ ও অধিনায়ক ল্যাথামের ৫৯ রানের সুবাদে ২৯৯ রানের সংগ্রহ পায় কিউইরা। ৩০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫২ রানেই থামে পাকিস্তান। ৪৭ রানে ম্যাচ হারে পাকিস্তান। এই হারেই শীর্ষস্থান হারায় দলটি। ফের শীর্ষস্থান ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বাবর আজমের দল। আর ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত।