আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ৪ বিঘা জমির শসাভর্তি গাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা

৪ বিঘা জমির শসাভর্তি গাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২০ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : কৃষকের সঙ্গে শত্রুতা করে রাতের আঁধারে ৪ বিঘা জমির শসা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামে। গ্রামের কৃষক বেলাল মিয়ার আবাদ করা শসাভর্তি গাছের গোড়া কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কৃষক বেলাল জানান, সম্প্রতি প্রতিবেশী কুদ্দুসের ছেলে পলাশ, পাভেল ও পারভেজের সঙ্গে ক্ষেতের শসা ছেড়া নিয়ে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ওই তিন যুবক কৃষক বেলাল, তার স্ত্রী, ভাই গাজিউল এবং গাজিউলের স্ত্রী খাদিজাকে বেদম মারপিট করেন। এরই জের ধরে শুক্রবার রাতের আঁধারে বিক্রয় উপযোগী শসা গাছের গোড়া কেটে রেখে যায় তারা।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে বেলাল নিজের জমিতে গিয়ে দেখতে পান সব গাছের গোড়া কাটা এবং শসাসহ ডালগুলো মাচায় শুকিয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে সেখানেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষক বেলালের ভাই গাজিউল বলেন, ভাইকে মারপিট করার সময় বাঁধা দেওয়ায় ঘরের দরজায় তালা দিয়ে আমার মুরগির খামার ঘরে আগুন দেয় তারা। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ না করলে পুরো খামার পুড়ে ছাই হয়ে যেত। এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী জানান, ‘ক্ষতিগ্রস্ত কৃষক বেলালকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।