৫ই নভেম্বর ঘিরে বরিশালে উত্তেজনা
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১, ২০২২ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
বরিশাল প্রতিনিধি : প্রথমে এলো বাস চলাচল বন্ধের ঘোষণা। তারপর সিএনজি অটোরিকশা। হোটেল বুকিংও অঘোষিত বন্ধ। মাইক-ডেকোরেশনের ছামানও মিলছে না। এরই মধ্যে ঘটছে একের এক হামলার ঘটনা। বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিলির সময় বিএনপি নেতাকর্মীদের ওপর ২টি পৃথক স্থানে হামলা হয়। সোমবার রাতে আকস্মিক ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ মিছিল শুরু করে। মিছিল হয় নগরীর প্রধান সড়কগুলোতেও। ৫ই নভেম্বর নিয়ে সাধারণ মানুষদের মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে নেতাকর্মীদের মাঝে এতদিন একটা উৎসবের আমেজ ছিল। পরিবহন ধর্মঘট ডাকা হলেও এ নিয়ে নেতারা খুব একটা বিচলিত ছিল না। খুলনা বা রংপুরের পরিস্থিতি বিবেচনায় স্মরণকালের সর্বাধিক জনসমাগমের আয়োজন চলছিল। বরিশালের বৃহৎ বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতিও মেলে। কিন্তু ৩১শে অক্টোবর পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। মাঠে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে উজিরপুরে এবং রাতে নগরীর গড়িয়ার পাড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর ২টি পৃথক হামলার ঘটনা ঘটে। এরপর প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। নগরীর সদর রোডেও বের হয় বড় ধরনের মিছিল। এতে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করছিল। বিএনপির অভিযোগ, যুবলীগের শোডাউন থেকে তাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সব মিলিয়ে ৫ নভেম্বরের বিভাগীয় সমাবেশ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে সৃষ্টি হয় অজানা আতঙ্ক। যদিও ৫ই নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করেছে বরিশাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন জানান, ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী সফল করতে প্রস্তুতি হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। তবে বিএনপি সরাসরি অভিযোগ করেছে, ৫ই নভেম্বরের বিভাগীয় সমাবেশ বানচাল করার জন্যই এ মিছিল এবং হামলার ঘটনা ইচ্ছেকৃতভাবে করছে আওয়ামী লীগ। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘বরিশালে বিএনপির সমাবেশ বানচাল করতে এই শোডাউন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন সন্ধ্যার পর গড়িয়ারপাড় এলাকায় ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মীর সাদসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন। তবে এ অভিযোগ অস্বীকার করে কাশিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। আমি আমার গাড়ির মধ্যে ছিলাম, অসুস্থ থাকায় গাড়ি থেকেও বের হইনি। হামলার অভিযোগ বিএনপি নেতাদের চক্রান্ত।’ এদিকে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে উজিরপুর উপজেলায় প্রচারপত্র বিতরণকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার শানুহার বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটে বলে অভিযোগ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম খান।