আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৬০০ ছাড়াল শ্রীলংকা

৬০০ ছাড়াল শ্রীলংকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২১ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : এবার সাজঘরে ফিরলেন নিরোশান ডিকভেলা। ৩১ রান করে তিনি রান আউটের শিকার হন। এর কিছু পরেই স্কোরবোর্ডে শ্রীলংকার সংগ্রহ ৬০০ ছুঁয়েছে।
১৬৬তম ওভারের শেষ বলে হাসারাঙ্গা ডি সিলভার সঙ্গে ভুল বোঝাবুঝি হয় ডিকভেলার। রানের জন্য ছুটে ক্রিজের মাঝপথে চলে আসেন। ততক্ষণে বোলার মিরাজের হাতে বল। পপিং ক্রিজের ফেরার আর পথ ছিল না ডিকভেলার। মিরাজের থ্রোতে উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক লিটন দাস। ৩৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিনি।
ডিকভেলার আউটের পর মাঠে নেমেছেন টেলএন্ডার সুরাঙ্গা লাকমাল। ঝড়ো ব্যাটিং করছেন। ছক্কাও হাঁকিয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৬৩৫ রান। অর্থাৎ ৯৪ রানের লিড নিল স্বাগতিকরা।
হাসারাঙ্গা ৩৫ বলে ২৪ রানে অপরাজিত। লাকমাল ১৮ বলে করেছেন ১৩ রান।