আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ৬ বছরের শিশুর জামিন লাভ!

৬ বছরের শিশুর জামিন লাভ!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৭:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Lawকাগজ অনলাইন প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় চাচার করা মামলায় ছয় বছরের শিশুকে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শিশু সাকিব বরিশাল জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হলে জামিন দেওয়া হয়।

একই সঙ্গে জ্যেষ্ঠ বিচারিক হাকিম অনুতোষ চন্দ্র বালা শিশু সাকিবের প্রকৃত নাম ও বয়স নির্ধারণ করে মুলাদী উপজেলার চরখালেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।

সাকিব ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের করিম হাওলাদারের ছেলে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, শিশু সাকিবের বাবার সঙ্গে বাদী জসিম হাওলাদারদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে গত ১৬ জানুয়ারি বাদীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। তাকে রক্ষায় এগিয়ে আসা মাকেও পিটিয়ে আহত করে। ওই ঘটনায় শিশু সাকিবসহ নামধারী আট ও অজ্ঞাতনামা চারজনকে আসামি করে আদালতে মামলা করেন জসিম হাওলাদার।

ওই মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন জ্যেষ্ঠ হাকিম।

গত ২৭ মার্চ পিবিআই’র এসআই মো. মনিরুজ্জামান তালুকদার প্রতিবেদন জমা দেন। সেখানে ৬ নং আসামি শিশু সাকিবের বয়স ২২ বছর বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার ধার্য দিনে শিশু সাকিব হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন।