আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড টাইগারদের

৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড টাইগারদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৩ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ডে নাম লেখালো বাংলাদেশ। আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়ে ৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল টাইগাররা। বাংলাদেশের দেয়া ৬৬২ রান তাড়া করতে নেমে গতকাল ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই আফগানরা গুটিয়ে গেছে মাত্র ১১৫ রানে। এর আগে লিটনদের করা ৩৮২ রানের জবাবে প্রথম ইনিংসে সফরকারীরা করেছিল ১৪৬ রান। এরপর প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। তাতে দুই ইনিংস মিলিয়ে লাল সবুজের প্রতিনিধিদের সংগ্রহটা দাঁড়ায় ৮০৭ রান। বিপরীতে আফগানরা তোলে মাত্র ২৬১ রান। তাতে ৫৪৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় লিটনরা। টেস্টের ইতিহাসে এত বড় জয় ক্রিকেট বিশ্ব সবশেষ দেখেছিল ১৯৩৪ সালে। ওই বছর ইংল্যান্ডকে ৫৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। পরবর্তী সময়ে আর কোনো দল ৫০০ রানের বেশি ব্যবধানে জয় তুলে নিতে পারেনি। সবশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ ৪৯২ রানের ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রানে জয়ের হিসেবে বাংলাদেশের অবস্থান অবশ্য তিনে। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পাওয়া ৬৭৫ রানের জয়, এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের জয়। তালিকায় দুইয়েও আছে এ দুই পরাশক্তি। ১৯৩৪ সালে অজিরা পুরোপুরি প্রতিশোধ নিতে না পারলেও জয় তুলে নিয়েছিল ৫৬২ রানে। তবে ৫০০ রানের অধিক ব্যবধানে সবার আগে হারের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯১১ সালে প্রোটিয়াদের ৫৩০ রানে হারিয়েছিল অজিরা। সেটা টপকে এখন তালিকার তিনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। টাইগারদের এত বড় অর্জনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করে তিনি জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। ফিফটি তুলে নিয়েছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও লিটন দাস। বল হাতে দ্যুতি ছড়িয়ে দুই ইনিংস মিলিয়ে এবাদত হোসেন ও শরিফুল ইসলাম ৫টি করে উইকেট তুলে নিয়েছেন। তাসকিন পেয়েছেন ৪ উইকেট।